ক্রমিক |
অপরাধ |
আইন (দন্ড ও জরিমানা ) |
১ |
ট্র্যাফিক সংকেত না মানলে |
৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
২ |
রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালে |
৬ মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
৩ |
ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো |
৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা। |
৪ |
ভুয়া লাইসেন্স দেখালে |
১-৫ লাখ টাকা বা ৬ মাস থেকে ২ বছরের জেল। |
৫ |
রুট পারমিট ছাড়া যানবাহন |
৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
৬ |
হেলমেট না থাকলে |
সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা। |
৭ |
গাড়ির বডি মডিফিকেশন |
৩ বছরের জেল কিংবা ৩০০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
৮ |
ফিটনেসবিহীন যানবাহন |
৬ মাসের জেল কিংবা ২৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
৯ |
নিষিদ্ধ হর্ন বাজানো |
৩ মাসের জেল কিংবা ১৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
১০ |
উল্টো পথে গাড়ি চালালে |
৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
১১ |
অবৈধ পার্কিং |
সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা। |
১২ |
ওভার স্পিডিং |
৩ মাসের জেল কিংবা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। |
১৩ |
চালক ফোন এ কথা বললে |
সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা। |
১৪ |
নাবালক বা নাবালিকা গাড়ি চালালে |
গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেয়া হবে এবং ২৫ হাজার টাকা জরিমানা বা তিন বছর পর্যন্ত জেল। |
১৫ |
সিটবেল্ট না বাধলে |
সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা। |